দক্ষিনদিনাজপুর

শাসক দলের লাগাম ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে, এবার দক্ষিণ দিনাজপুরে অবস্থান বিক্ষোভ জেলা বিজেপির

লাগাম ছাড়া তৃণমূলের সন্ত্রাস, নির্বাচনে ভোট লুট, মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে ও বাংলাতে প্রকৃত গনতন্ত্র ফেরানোর দাবিতে উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসক দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার বালুরঘাটে জেলা শাসক দপ্তরের সামনে হাজার তিনেক কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন। অবস্থান বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। এছাড়াও বিজেপির জেলা নেতৃত্বরা। এদিন বিক্ষোভ দেখিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

    এবিষয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব রাহুল সিনহা জানান, ইতিমধ্যেই কংগ্রেস, আর.এস.পি সহ তৃণমূলের একটি বড় গোষ্ঠী বিজেপিতে যোগদান শুরু করেছে। এব্যাপারে তাদের সাথে যাবতীয় কথাবার্তা অনেকটা এগিয়েছে। আগামী জুলাই মাসে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় প্রতিটি গ্রামে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।